বিনোদন
প্রিয়াঙ্কাকে দেখে কেন কেঁদে ফেললেন নিক ?

পরনে সাদা গাউন, পরে প্রিয়াঙ্কা তখন বিয়ের জন্য তৈরি। বিয়ের মঞ্চে নিয়ে যাওয়ার সময় মা মধু চোপড়া যখন তাঁর হাতে সাদা জিনিয়া ফুলের বোকে ধরিয়ে দিচ্ছিলেন। তখন প্রিয়াঙ্কার হাত নাকি কাঁপছিল। আর পাঁচ জন সাধরণ ভারতীয় মেয়ের মতোই ভীষণই নার্ভস হয়ে পড়েন তিনি। তারপর দরজা খুলে বের হয়ে নিককে দেখতেই সব ভয় কেটে যায় তাঁর। মনে হতে থাকে, না, এটাই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। বিয়ের আগে পরিস্থিতিকে নিজের মনের পরিস্থিতিকে এভাবেই তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।
দেখুন প্রিয়াঙ্কা ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের কিছু ঝলক…
প্রিয়াঙ্কাকে বধূ বেশে দেখে চোখে জল এসে যায় নিকের। একই ভাবে নিককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কাও। দেখুন সেই মুহূর্ত…
ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের পর রোম্যান্টিক ডান্স করতে দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে। পুরোটাই যেন ছিল স্বপ্নের মতোই সুন্দর…
জানা যাচ্ছে ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের সময় প্রিয়াঙ্কা যে সাদা গাউনটি পরেছিলেন সেটি রালফ লরেনের ডিজাইন করা। যেটি তৈরি করতে নাকি সময় লেগেছে ১৮২৬ ঘণ্টা। তবে প্রিয়াঙ্কা ক্রিশ্চিয়ান রীতিতে বিয়েতে সব থেকে বেশি নজর কেড়েছে তাঁর ৭৫ ফুট লম্বা ভেল।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন :
মন্তব্যে প্রকাশিত যেকোন কথা মন্তব্যকারীর একান্তই নিজস্ব। DeshReport.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের কোন মিল নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নিবে না